Home / ত্বকের যত্ন / সহজেই নাকের ত্বকের কালো দাগ দূর করুণ ঘরোয়া পদ্ধতিতে!

সহজেই নাকের ত্বকের কালো দাগ দূর করুণ ঘরোয়া পদ্ধতিতে!

মুখের ত্বক ভালো হলেও অনেকের দেখা যায় নাকের উপরে ও দু’পাশে ছোট বড় ফুসকুড়ি, কালো বা সাদা দানা, ছোপ ছোপ দাগ, ব্রণ বা অন্য সমস্যা। মানুষের মুখমণ্ডলের সৌন্দর্যের মধ্যে নাক হলো অন্যতম। অনেক সময় আলসেমির কারণে নাকের যত্ন নেয়া হয় না। ঋতু পরিবর্তনের সময় নাকের দু’পাশে খুশকির মতো চামড়া উঠার পরিমাণ বেড়ে যায়। এসব সমস্যা থেকে রেহাই পেতে নিয়মিত নাকের যত্ন নেয়া প্রয়োজন।

নাকের দু-পাশে কালচে থেকে মুক্তি পেতে –
এক চামচ মুলতানি মাটি, ৪ থেকে ৫ টা লবঙ্গ গুড়া গোলাপ জলে মিশিয়ে নাকের চারপাশে লাগিয়ে নিন। শুকিয়ে গেলে ধুয়ে ফেলুন।

ধুলো পরিষ্কার করতে –
দুধে ১ চিমটি খাবার সোডা মিশিয়ে নিতে হবে। এর মধ্যে তুলা ভিজিয়ে নাকের উপর আলতো করে মুছে নিতে হবে। এতে নাকের উপরে জমে থাকা ধুলো পরিষ্কার হবে।

অতিরিক্ত শুষ্ক ত্বকের নাকের উপরে এবং দুপাশে আলগা মরা চামড়া দেখা দিলে –
কমলালেবুর খোসা গুঁড়ো, আমন্ড পাউডার ও ওটের ভুসি দুধের সাথে মিশিয়ে লাগিয়ে নিন ত্বকে। সপ্তাহে দু’দিন ব্যবহার করুন।

নাকের চারপাশের ত্বক শুষ্ক হয়ে গেলে –
আমন্ড অয়েল ও নারকেল তেল একসঙ্গে মিশিয়ে সপ্তাহে ২ থেকে ৩ বার ম্যাসেজ করুন।

নাকের উপর থেকে কালচে ভাব দূর করতে ক্লিনজিং মাস্ক –
নাকের উপর ও চারপাশে দুধ দিয়ে পরিষ্কার করে ক্লিনজিং মাস্ক লাগাতে হবে। টকদই, ডিম, মধু ও সামান্য পরিমাণ হলুদ একসঙ্গে মিশিয়ে নাকের উপর লাগিয়ে রাখুন। মিনিট দশেক পরে ধুয়ে ফেলুন। ফলে সব সময় নাকের উপর ও চারপাশ পরিষ্কার থাকবে। সহজে কোন ছোপ বা ব্ল্যাক হেডস হবে না।

নাকের ত্বক মসৃণ করতে –
১ চামচ মধু, ১০-১২ ফোঁটা লেবুর রস, ২ চামচ গাজরের রস ও ১ চামচ বেসন এক সঙ্গে মিশিয়ে প্যাক বানিয়ে লাগিয়ে রাখুন। ২০ মিনিট পর ধুয়ে ফে

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *